চাকরির প্রলোভনে অস্ত্রের মুখে জিম্মি করে গার্মেন্টস কর্মীর স্বর্ণ ও নগদ টাকা ছিনতাই

বন্দর প্রতিনিধি :-চাকরির প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণ ও নগদ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে জাহিদুল ইসলামের ছেলে সামিউল ও অজ্ঞাত ২,৩ জনের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটে ২০/০৬/২০২৫ইং তারিখে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সিরামপুর এলাকায় উক্ত স্হানে। ভুক্তভোগী গার্মেন্ট কর্মী জসিম মিয়া জানান সামিউল আমার পুর্ব পরিচিত মদনপুর ইপিলিয়ন চাকরি কালে তিনি সেকশন টীম লিডার ছিলেন।
অপর্কমের দায়ে তার চাকরি চলে যায়। তার কিছুদিন পর সামিউল আমাকে কল দিয়ে জানান আমাকে ভালো বেতনে চাকরি দিয়ে এবং পিএমের সাথে কথা বলিয়ে দিবে। তার কথা মতো আমি সিরামপুর এলাকায় গেলে অজ্ঞাত অস্ত্রধারী সন্ত্রাসী নিয়ে আমার উপর হামলা করে আমার সাথে থাকা মোবাইল, একটি স্বর্নের আংটি, একটি চেইন ও নগদ ১৯হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি জানিয়েছেন ভুক্তভোগী।
এই ঘটনায় বন্দর থানায় আসামীদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।