রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইউনুস মিয়া নামে এক ব্যবসায়ী ও সমাজসেবকের বিরুদ্ধে হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি করেছেন এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে উপজেলার তারাব পৌরসভার মুগড়াকুল এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, ব্যবসায়ী ও সমাজসেবক ইউনুস মিয়া পরোপকারী ব্যক্তি। এলাকায় মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তারে বাধা দেয়ায় বিভিন্ন মিথ্যা ও হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে। এ সময় বক্তারা সকল মিথ্যা ও হয়রানিমূলক মামলা থেকে ইউনুস মিয়াকে অব্যাহতি দেয়ার জোর দাবি জানায়।
উল্লেখ্য গত ১৭ জুন নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ভারগাঁও এলাকার ওলামানগর খালপাড় বেরিবাঁধের পূর্বপাশ থেকে মো : রতন(২৮) নামে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।নিহত রতন কাঁচপুর এলাকার মো. মালেক মোল্লার ছেলে।এ ঘটনায় সোনারগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। সেই মামলায় প্রধান আসামি করা ব্যবসায়ী ও সমাজ সেবক ইউনুস মিয়াকে।
প্রকাশক ও সম্পাদক মোঃ আক্তার হোসেন, মোবাইল০১৬৩১৩২৭৮৭০।
All rights reserved © 2025 somoyprotikkhon.com