ইসরায়েল-ইরান সংঘাত নিয়ে আলোচনা করতে নিউইয়র্কে বৈঠকে বসেছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যরা।
এমন এক সময় তারা এই বৈঠকে বসলেন, যখন জেনেভায় ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের কূটনৈতিক আলোচনা শুরু হয়েছে।
এদিকে, শুক্রবার টানা ৭ম দিনের মতো হামলা-পাল্টা হামলার মধ্যে ইসরায়েলে বিভিন্ন স্থান লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান।
এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, অল্প কিছুক্ষণ আগে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর দেশজুড়ে বিভিন্ন এলাকায় সাইরেন বেজে উঠেছে।
ব্রিটিশ গণমাধ্যম রয়টার্স জানিয়েছে, জেরুজালেম এবং তেল আবিবে বিস্ফোরণের শব্দ শোনা গেছে, ইসরায়েলি বিমান বাহিনী ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্য কাজ করছে।
ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ১৩ জুন (শুক্রবার) ইসরায়েলের হামলার মাধ্যমে শুরু হওয়া এই সংঘাত মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা তৈরি করেছে। বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে চলছে হামলা-পাল্টা হামলা।
প্রকাশক ও সম্পাদক মোঃ আক্তার হোসেন, মোবাইল০১৬৩১৩২৭৮৭০।
All rights reserved © 2025 somoyprotikkhon.com